ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় আসছে ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ঢাকায় আসছে ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দল

ঢাকা: ব্রিটিশ ব্যবসায়ীদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে রোববার (২৫ জানুয়ারি)।

আট দিনের সফরে ঢাকায় এসে দলটি দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।



বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের (ঢাকা) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কর্মাস উদ্যোগে ব্যবসায়ী প্রতিনিধি দলটি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন।

বাংলাদেশে ব্যবসার সুযোগ পেতে প্রতিনিধি দলটি ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ব্যবাসায়ীদের সঙ্গে কথা বলবেন।
 
এসময় ঢাকায় বৈঠক করবেন শিক্ষা ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে এবং ঢাকা, সিলেট ও চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।