ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় জুয়েলারি পণ্যে বিশেষ ছাড়!

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
মেলায় জুয়েলারি পণ্যে বিশেষ ছাড়! ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। তাতে কী বাঙালি নারীর‍া গহনা ব্যবহার থেকে বিরত থাকবেন।

চিন্তা নেই, নারীদের জন্য গহনার বিশেষ ব্যবস্থা করে দিচ্ছে কেজেড-অ্যান এক্সক্লুসিভ ফ্যাশন জুয়েলারি।

মেলায় স্বর্ণের বিকল্প হিসেবে নেকলেস, বিছা, হাতের বালা, নাকফুল, কানের দুল, পায়েল, রিংসহ প্রায় সব ধরনের গহনায় বিশেষ ছাড় দিচ্ছে কেজেড।

মেলা চলাকালীন সময়ে কেজেড’র ৪৩ নম্বর প্রিমিয়াম প্যাভিলিয়ন থেকে এ বিশেষ অফার নিতে পারবেন ক্রেতারা।

প্যাভিলিয়নে প্রতিটি ভারতীয় জয়পুরী গোল্ডপ্লেটেড নেকলেসে ২০-২৫ ভাগ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাঁচ হাজার ৫৫০ টাকা মূল্যের নেকলেস মেলায় চার হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

শুধু নেকলেস নয়, জয়পুরী গোল্ডপ্লেটেড সব ধরনের গহনায় ২০-২৫ ভাগ ছাড় দেওয়া হচ্ছে। নেকলেসের রং পাঁচ বছর স্থায়ী থাকবে বলে প্যাভিলিয়ন থেকে জানানো হয়।

প্যাভিলিয়নে কোমরের বিছাতে ২০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের নকশার কোমরের বিছা দুই হাজার ৫০০ টাকা থেকে চার হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

পায়েল পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। কেজেড’র শোরুমে যার রেগুলার মূল্য ২০০ টাকা। প্রতি জোড়া কানের দুল ১৫০-৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রকারভেদে মেলায় প্রতিজোড়া দুলে ৫০-৬০ ভাগ বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে।

স্টোনপ্লেটেড ও গোল্ডপ্লেটেড দু’ধরনের গহনায় মিলছে কেজেড প্যাভিলিয়নে। পতিটি স্টিলের নেকলেস ৮শ’ টাকা থেকে ১২শ’ টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে রয়েছে ৪০-৫০ ভাগ বিশেষ ছাড়।

এছ‍াড়া প্রতিটি হাতের ব্রেসলেটে ৫০-৬০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। কানের দুলে ৫০ টাকা ছাড় দিয়ে মাত্র ২০০ টাকায় বিক্রি হচ্ছে। নাকফুলেও শোরুমের চেয়ে ৫০ টাকা ছাড় দিয়ে মাত্র ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কেজেড’র মার্কেটিং এক্সকিউটিভ আজিজুর রহমান বাবু বাংলানিউজকে বলেন, মেলা উপলক্ষে প্রতিটি গহনায় ২০-৬০ ভাগ পযর্ন্ত ছাড় দেওয়া হচ্ছে। জয়পুরী গোল্ডপ্লেটেডে মেয়েদের বেশি আকৃষ্ট করেছে। এ গহনাতে ২০-২৫ ভাগ পযর্ন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।