ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২টি শতরঞ্জি কিনলে ৪টি ফ্রি!

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
২টি শতরঞ্জি কিনলে ৪টি ফ্রি! ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বয়নশিল্পের অন্যতম নিদর্শন শতরঞ্জি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে এমন বাহারি সব শতরঞ্জির পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ।

২৪০ টাকায় একজোড়া ডোরম্যাট কিনলে সঙ্গে থাকছে আরো চারটি ডোরম্যাট ফ্রি!

মেলায় শতরঞ্জির প্যাভিলিয়ন ঘুরে দেখা গেছে, ১৮০ টাকায় একজোড়া বাথম্যাট কিনলে ফ্রি দেওয়া হচ্ছে চারটি বাথম্যাট। শয্যা, বিছানা, সভা, মজলিশ বা জলসায় বসার জন্য ব্যবহৃত পণ্যেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ব্যাগ, ছোট কয়েন পার্স, টেবিল ম্যাট ইত্যাদি পণ্যও বিশেষ ছাড়ে পাচ্ছেন ক্রেতারা।

মেলা থেকে শতরঞ্জির বেড সিট ও পর্দা কিনলে বিক্রেতা প্রতিষ্ঠান দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। একশো টাকায় একটি বাথম্যাট কিনলে একটি বাথম্যাট ফ্রি।

২০০ টাকা থেকে ১২শ’ টাকা মূল্যের টেবিল ম্যাট মিলছে শতরঞ্জির প্যাভিলিয়নে। প্রকারভেদে প্রতিটি পণ্যে ২০ শতাংশ পযর্ন্ত ছাড় মিলছে।

৫০ টাকা থেকে শুরু হয়ে ১৩ হাজার ৫০০ টাকা পযর্ন্ত মূল্যের প্রতিটি ফ্লোরম্যাটেও ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।

মোঘল আমল থেকেই রংপুরে শতরঞ্জি তৈরি হতো। বর্তমানে আর্থিক সংকট ও পরিকল্পনার অভাবে খুব ক্ষুদ্র পরিসরে শিল্পটি টিকে আছে। শতরঞ্জির সব পণ্যই পাট, উল ও ঝুট দিয়ে তৈরি।

প্যাভিলিয়ন ইন-চার্জ আশিকুর রহমান পাভেল বাংলানিউজকে বলেন, দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শতরঞ্জি রংপুর ছাড়িয়ে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে। দেশীয় এ শিল্পের পরিচিতি আরো বাড়ানোর লক্ষ্যেই মেলাতে এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

** মেলায় জুয়েলারি পণ্যে বিশেষ ছাড়!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।