ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সম্মেলন, নানা পরামর্শ গভর্নরের

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সম্মেলন, নানা পরামর্শ গভর্নরের

ঢাকা: ব্যাংকগুলো যেন গুণমানের ঋণ প্রদান ও সময়মতো ঋণের কিস্তি আদায় নিশ্চিত করে মহাব্যবস্থাপকদের সেদিকে নজর রাখার পরামর্শ দিলেন গভর্নর ড. আতিউর রহমান।

২৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত মহাব্যবস্থাপক সম্মেলন-২০১৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।



দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগ ও দশটি শাখা অফিসের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক আহমেদ জামাল। এছাড়া, ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, চিফ ইকোনমিস্ট ড. বিরূপাক্ষ পাল ও ম্যাক্রোপ্রুডেন্সিয়াল অ্যাডভাইজর মি. গ্লেন টাসকি উপস্থিত ছিলেন।

সম্মেলনের আলোচ্য বিষয়গুলো ছিল বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিস ও ব্যয় ব্যবস্থাপনা; রেগুলেশন ও সুপারভিশন; মানবসম্পদ উন্নয়ন; আর্থিক অন্তর্ভুক্তি: এসএমই, নারী উদ্যোক্তা, স্কুল ব্যাংকিং এবং তথ্যপ্রযুক্তি, গবেষণা ও পরিসংখ্যানগত তথ্য-উপাত্তের উন্নয়ন।

গভর্নর ড. আতিউর রহমান ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও ব্যাংকের শাখা পর্যায়ের অনিয়মকে অস্বস্তিকর বলে এসব বিষয়ের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে এবং ব্যাংকগুলো যেন গুণমানের ঋণ প্রদান ও সময়মতো ঋণের কিস্তি আদায় নিশ্চিত করে সেদিকে মহাব্যবস্থাপকদের নজর রাখার পরামর্শ দেন।

সম্মেলন উদ্বোধনকালে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেন, ২০১৩ সালের প্রলম্বিত রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বমানের শ্রেণীবিন্যাস ও প্রভিশনিং নিয়ম চালুর কারণে খেলাপি ঋণের হার এককালীন বেড়েছে। তবে, ব্যাংকগুলোকে ঋণ আদায়ে আরো মনোযোগী হতে ক্রমাগত নির্দেশ দেওয়া এবং সময়োপযোগী নীতি গ্রহণের কারণে খেলাপি ঋণের হার কমবে বলে আশা করি।

তিনি বলেন, গত বছরের আর্থিক খাতের বেশির ভাগ সূচকের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে হালের সহিংসতা ও অস্থিরতা এ ধারাকে বাধাগ্রস্ত করতে পারে। দেশের বিনিয়োগে চাঙ্গাভাব, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্সে  ঊর্ধ্বমুখী জোরালো ধারা, বৈদেশিক মুদ্রার মজুদে নতুন রেকর্ড এবং মূল্যস্ফীতির নিম্নমুখী ধারার বর্তমান প্রেক্ষিতে এই অস্থিরতা দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মাঝেও এদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর সহনশক্তি বা রেজিলিয়েন্স আছে। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের এই সাময়িক ক্ষয়-ক্ষতি যাতে দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য মহাব্যবস্থাপকদের আহ্বান জানাই।  

আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সৃজনশীল অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দু’দুটো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। কার্যত: এ পুরস্কার বাংলাদেশ ব্যাংকের। আর্থিক খাতে দেশের অর্জিত স্থিতিশীলতা এখন বিশ্বের নজর কাড়তে শুরু করেছে। এরই সুফল প্রতিফলিত হয়েছে জিডিপি প্রবৃদ্ধির স্থিতিশীলতায় বলেও উল্লেখ করেন তিনি।

মহাব্যবস্থাপকদের সঙ্গে গভর্নর ও ডেপুটি গভর্নরদের মূল আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেপুটি গভর্নর এস, কে, সুর চৌধুরী।

তিনি মহাব্যবস্থাপকদের আলোচনা প্রাণবন্তু করতে তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং তাদের তুলে ধরা অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধানের পথনির্দেশনা প্রদান করেন।

এর আগে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা সম্প্রতি ফিলিপাইনের ‘গুসি পিস প্রাইজ’ এবং লন্ডনভিত্তিক আন্তর্জাতিক অর্থবিষয়ক সাময়িকী ‘দি ব্যাংকার’ কর্তৃক এশিয়া-প্যাসিফিকের ‘শ্রেষ্ঠ গভর্নর’ নির্বাচিত হওয়ায় গভর্নর ড. আতিউর রহমানকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এর আগে বাংলাদেশ ব্যাংকের নতুন চিফ ইকোনমিস্ট ড. বিরূপাক্ষ পাল ‘প্রবৃদ্ধির উৎস’ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন।

প্রেজেন্টেশনে বিরূপাক্ষ পালন তুলে ধরেন, শুধুমাত্র সমীকরণ দিয়ে প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি উৎস সম্পর্কে ধারণা নেওয়া যায় না। বরং সমীকরণের প্রত্যেকটি চলককে বিশ্লেষণ করে এদের গুণগত দিক যাচাই করে প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব।

উপস্থিত মহাব্যবস্থাপকরা আলোচনা শেষে তাদের মতামত ও পরামর্শ গভর্নরের কাছে তুলে ধরেন। সম্মেলনের wrap up করেন চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৫-১৯’ প্রণয়নের অগ্রগতি তুলে ধরেন নির্বাহী পরিচালক মোঃ আহসান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।