ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংকের সঙ্গে ৩,১২০ কোটি টাকার ঋণচুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বিশ্বব্যাংকের সঙ্গে ৩,১২০ কোটি টাকার ঋণচুক্তি

ঢাকা: বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১২০ কোটি টাকার একটি ঋণচুক্তি সই হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।



এতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর জনাথন জাট স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় এ টাকা ব্যয় করা হবে।

সব ছেলে-মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে যাতে পাঁচবছর মেয়াদী শিক্ষা শেষ করতে পারে, সেজন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়।

প্রকল্পটি ২০১১ সালের আগস্টে প্রথম অনুমোদিত হয়। তখন এর ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার ১৯৬ কোটি টাকা।

২০১১ সালের জুলাই থেকে প্রকল্পটি শুরু হওয়ার কথা থাকলেও তা অনুমোদনই পায় ২০১১ সালের আগস্ট মাসে। এজন্য ওই অর্থবছরে প্রকল্পটির অনুকূলে অর্থবরাদ্দ দেওয়া হয়নি। ফলে প্রকল্পের কাজের অগ্রগতি কিছুটা পিছিয়ে যায়। পরে প্রকল্পের সময় দেড় বছর বাড়ানো হয়।

সরকার ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছে। এসব বিদ্যালয়ের জন্য অতিরিক্ত একজন করে প্রি-প্রাইমারি শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করায় প্রকল্পে কিছুটা সংশোধনী আনা হয়।

এছাড়া এ প্রকল্পের আওতায় এসব প্রাথমিক বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়নে শ্রেণিকক্ষ পর্যায়ে ল্যাপটপ, সাউন্ড সিস্টেম ও মাল্টিমিডিয়া প্রজেক্ট সরবরাহ করার সিদ্ধান্ত হয়। এ কারণেও প্রকল্পটি সংশোধিত হয়।

চুক্তি শেষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশ সামাজি কনিরাপত্তায় দারুন সফলতা অর্জন করেছে। শিক্ষা খাতের উন্নয়নেও নানা ধরনের
কর্মসূচি গ্রহণ করেছে। শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এসব শিশুর শিক্ষা উন্নয়নে সহযোগী হতে পেরে আমরা খুশি।

এই ঋণের উপর বিশ্বব্যাংককে ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। ছয় বছরের গ্রেস প্রিয়ডসহ ৩৮ বছরে ঋণের টাকা পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।