ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আদায়ে হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রাজস্ব আদায়ে হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


 
তিনি বলেন, রাজস্ব বোর্ডের সুশাসন নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। যারা ভালো কাজ করছে তাদের মূল্যায়ন করা হচ্ছে।
 
কর্মকর্তাদের হুঁশিয়ার করে এনবিএআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি গাফিলতি, অবহেলা, জনসাধারণকে হয়রানির অভিযোগ পাওয়া ‍যায় তবে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইতোমধ্যে শুল্ক গোয়েন্দাসহ বেশ কয়েকটি সেক্টরকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 
রাজস্ব আদায়ের ধারবাহিকতায় কোনো চ্যালেঞ্জ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা এ চ্যালেঞ্জ মোকাবেলা করবো।
 
তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা ও উত্তরণ কিভাবে করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে। সম্ভাবনা ও দুর্বলতা চিহ্নিত করে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে।
 
সীমান্তে কাস্টমস হাউজে উন্নয়ন ও সুশাসন সম্পর্কে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমাদের উন্নয়নের সুযোগ রয়েছে। কোন দুর্বলতা থাকলে তা কাটিয়ে ওঠার চেষ্টা করব।
 
তথ্য প্রযুক্তি ব্যবহারে জাতীয় রাজস্ব বোর্ড অত্যন্ত আগ্রহী বলেও জানান চেয়ারম্যান। তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংক অনলাইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এনবিআরকে গতিশীল করতে পাঁচটি ‘এফ’ নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ফান্ড ও রেভিনিউ বাড়াতে হবে। সবার ফাংশন ঠিক রাখতে হবে। ফাংশনালি হিউম্যান রিসোর্সের সঠিক পরিচর্যা করতে হবে। ফ্যাসিলিটেড করতে হবে। কর্মকর্তাদের ভয়ভীতি, চাপের ঊর্ধ্বে থেকে ফ্রিডম নিয়ে কাজ করতে হবে।
 
কাস্টমস দিবস সম্পর্কে নজিবুর বলেন, সীমান্তে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে বাণিজ্য ও যাত্রী পারাপার সহজ হবে। আন্তঃযোগাযোগ, তথ্য বিনিময় ও আইনের সফল প্রয়োগ করে দ্রুত পণ্য খালাস সম্ভব বলে মনে করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল হক, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিন, কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরী উপস্থিত ছিলেন।
 
সোমবার (২৬ জানুয়ারি) ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারি সম্পর্কের একটি আন্তরিক আহ্বান’ স্লোগানে পালিত হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস।
 
ওয়ার্ল্ড কাস্টমস ওরগানাইজেশন (ডব্লিউসিও) ২০০৯ সালে ২৬ জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস ঘোষণা করে। বাংলাদেশসহ ১৭৯টি দেশ এ দিবস পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ কাস্টমস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।