ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দিতে বিক্ষোভ

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দিতে বিক্ষোভ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের ধাওয়া দিয়েছে পুলিশ।

তবে, শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে এবং এতে তিন শ্রমিক আহত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শিল্প‍াঞ্চল পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনের মুখে সম্প্রতি বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। নতুন বেতন কাঠামোর দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ক’দিন ধরে কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের নতুন বেতন কাঠামোর দাবি নাকচ করে দিয়ে আগের নিয়মে কাজ করতে বলে। তারপরও  শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ করবে না বলে জানিয়ে দিলে গত ২১ জানুয়ারি মালিক পক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টানিয়ে দেয়।
 
সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিন হাজার শ্রমিক কারখানার সামনে এসে জড়ো হয়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করলে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়।

শ্রমিক পক্ষের দাবি, এসময় পুলিশের লাঠিচার্জে তিন শ্রমিক আহত হয়েছেন। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনার পর কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রকিদের মিছিলে পুলিশের লাঠিচার্জ করার বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তফিজার রহমান বাংলানিউজকে জানান, শ্রমিকরা অবৈধভাবে কারখানার সামনে মিছিল করায় তাদের ধাওয়া দিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, লাঠিচার্জ করা হয়নি। শ্রমিকদের লাঠিচার্জ করার বিষয়টা গুজব।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।