ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনামসজিদ বন্দরে কাস্টমস দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সোনামসজিদ বন্দরে কাস্টমস দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে সোনাসমজিদ স্থল শুল্ক বন্দর স্টেশনের আয়োজনে ও সুপার ফিরোজ আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।



র‌্যালিটি স্থল বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষপ্তি আলোচনা সভা করে।

এতে বক্তব্য রাখেন, সোনাসমজিদ স্থল শুল্ক বন্দর স্টেশনের সহকারী কমিশনার ফখরুল আমিন চৌধুরীসহ স্থল শুল্ক বন্দর স্টেশনের কর্মকর্তারা।

সভা শেষে ভারতীয় স্থল শুল্ক বন্দর স্টেশনের কর্মকর্তাদের  শুভেচ্ছা বিনিময়ের জন্য সোনাসমজিদ স্থল শুল্ক বন্দর স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার ভারতীয় স্থল শুল্ক বন্দর স্টেশনে যান।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।