ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়ায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
আখাউড়ায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ও অংশীদারি সম্পর্কের আন্তরিক আহ্বান রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

সোমবার (২৬ জানুয়ারি) কাস্টমস দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় জনপ্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি, সাংবাদিক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব।

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, কাস্টমস ইন্সপেক্টর লুত্ফুর রহমান, আখাউড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আরশাদ, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া, আব্দুল ওয়াহাব ও ঈদন মিয়া।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী নাসির উদ্দিন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আহসান হাবিব ও মেয়র তাকজিল খলিফা কাজল বন্দরের শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে আব্বাস উদ্দিনের হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।