ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুড়িমারীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বুড়িমারীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

সোমবার দুপুর ১২টার দিকে দিবসটি উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।



র‌্যালিটি বুড়িমারী জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বুড়িমারী বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাস্টমস অফিসের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার বিল্লাল হোসেন, কাস্টমস সুপার আব্দুর রহমান, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আবুল হাশেম ও ব্যবসায়ী হুমায়ুন কবির সওদাগর প্রমুখ।

বুড়িমারী স্থলবন্দর আমদানি রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্যরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।