ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসিসিআই সভাপতির সঙ্গে ওয়েলস-বাংলাদেশ চেম্বার প্রতিনিধির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ডিসিসিআই সভাপতির সঙ্গে ওয়েলস-বাংলাদেশ চেম্বার প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদের সঙ্গে বাংলাদেশ সফররত ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।
 
রোববার (২৫ জানুয়ারি) ডিসিসিআই’র অফিসে ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর-এ হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন।


 
ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।
 
বাংলাদেশের সড়ক যোগাযোগ, পর্যটন অবকাঠামো উন্নয়ন, হোটেল, কৃষিভিত্তিক শিল্প, হাসপাতাল, খাদ্য, শাক-সবজি ও ফলমূল প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য ওয়ালসের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।

বাংলাদেশ ও ওয়েলসের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্য বিষয়ক কার্যক্রম বাড়ানোরও প্রস্তাব করেন তিনি।
 
হোসেন খালেদ বলেন, দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দিন দিন বাড়ছে। বাংলাদেশ সরকার প্রদত্ত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঘোষিত আকর্ষণীয় প্যাকেজ গ্রহণ করেছে।
 
ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেন বৃটেনের ওয়েলস সরকার প্রদত্ত সুবিধা গ্রহণ করে সেদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
 
ডিসিসিআই’র সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী, পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, আব্দুস সালাম, খন্দকার আতিক-ই-রাব্বানী, মোক্তার হোসেন চৌধুরী এবং ডিসিসিআই সচিব এএইএম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।