ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘দিলে সঠিক শুল্ক কর, দেশ হবে স্বনির্ভর’ এ স্লোগানকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে  আন্তর্জাতিক কাস্টমস দিবস।

এ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে খুলনা মংলা কাস্টমস হাউস মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।



সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, শুল্ক আদায়ে উন্নত প্রযুক্তির ব্যবহার দুর্নীতি হ্রাস ও হয়রানি বন্ধে ভূমিকা রাখবে।   সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতিনিধি হিসেবে সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে।
  
প্রতিমন্ত্রী মংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের কথা উলে¬খ করে বলেন, এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে ব্যাপক  অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, কারণ রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। জঙ্গী তৎপরতা সারা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ এ চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক দিক দিয়ে অনেক দূর এগিয়েছে।  

তিনি আরো বলেন, স্বাধীনতার অন্যতম একটি লক্ষ্য ছিলো মানুষের অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্য বাস্তবায়নে দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন।  

সেমিনারে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) হুসেইন আহমেদ,  খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ড. মোহা. আল-আমিন প্রামাণিক, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব জালাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন মংলা কাস্টম হাউসের কমিশনার কে এম অহিদুল আলম।   সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কাস্টমসের সহকারী কমিশনার পায়েল পাশা।

সেমিনারে বক্তারা বলেন, শুধু শুল্ক আহরণের জন্যই নয়, কাস্টমসসে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে হবে।   এছাড়া সীমান্ত ব্যবস্থাপনা আরো যুগোপযোগী ও সহজীকরণ, ভ্যাটের পরিমাণ না বাড়িয়ে ভ্যাটের আওতা বাড়ানো, অযথা ব্যবসায়ীদের হয়রানি না করা এবং কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনয়নের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

সেমিনারে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন  ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

দিবসটি পালন উপলক্ষে সকালে কাস্টমস অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।