ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুর্যোগ কেন্দ্র নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
দুর্যোগ কেন্দ্র নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ

ঢাকা: বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করতে তিনশ ৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

দেশের নির্বাচিত নয়টি জেলার পাঁচশ ৫৬টি নতুন দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।



এ জন্য ‘মাল্টি পারপাস ডিজাস্টার শেল্টার’ প্রকল্পের অধীনে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনেতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।  

চুক্তিতে বলা হয়, নির্ধারিত ওই অর্থের মধ্যে কিছু অংশ ব্যয় করা হবে ক্ষতিগ্রস্ত পুরনো চারশ ৫০টি কেন্দ্র সংস্কারের কাজে। এছাড়া ওই এলাকাগুলোতে পাঁচশ ৫০ কিলোমিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে।

এ প্রকল্প জানুয়ারি-২০১৫ থেকে ডিসেম্বর-২০২১ সালের মধ্যে বাস্তবায়ন করবে স্থানীয় সরকারের প্রকৌশল অধিদফতর।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর জনাথন জাট।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।