ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খালেদার কার্যালয়ে ব্যবসায়ী-পোশাকশিল্প নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
খালেদার কার্যালয়ে ব্যবসায়ী-পোশাকশিল্প নেতারা

ঢাকা: দেশের ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিকেএমইএ ও তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ’র একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে শোকবইতে সই করেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, ব্যবসায়ীদের সাবেক নেতা আনিসুল হক ও এ কে আজাদসহ ১৪ জনের প্রতিনিধি দল খালেদা জিয়ার কার্যালয়ে আসেন।



শোকবইতে স্বাক্ষর শেষে রাত আটটার দিকে তারা কার্যালয় থেকে বের হয়ে আসেন।

এ সময় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানাতে তারা বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এসেছিলেন এবং সবাই শোকবইতে সই করেন।

তিনি বলেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র সমবেদনা জানাতে তারা বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন।

তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি বলে সাংবাদিকদের জানান তিনি।

২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো আকস্মিকভাবে বুকে ব্যথা অনুভব করেন। এরপর মালয়েশিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন।

কোকোর মরদেহ সেখানকার একটি হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার তার মরদেহ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার নামাজে জানাজা শেষে কোকোর মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫/আপডেটেড: ২০২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।