ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬৫৯ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্প প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
৬৫৯ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্প প্রস্তাব অনুমোদন

ঢাকা: খুলনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণসহ ৬৫৯ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ৫৩৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে খুলনা ওয়াটার প্লান্ট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি পেয়েছে চায়না হার্বার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

অন্য তিনটি প্রকল্পের মধ্যে রাজধানীর উন্নয়নে প্রিপারেশন অব ডিটেইল এরিয়া প্ল্যান ফর ঢাকা ডেভেলপমেন্ট এরিয়া প্ল্যান্ট শীর্ষক প্রকল্পের আওতায় দু’টি লটে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

‘ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’র আওতায় উত্তরা ও মিরপুরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনে অবকাঠামো নির্মাণ কাজে পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ কাজে ব্যয় হবে ১৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা। কেরিয়ান একটি কোম্পানি কাজটি পেয়েছে।

এছাড়া জাতীয় রাজস্ব ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২০তলা ভবনের ১২তলা নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পের সঙ্গে রয়েছে পানি সরবরাহ, বিদ্যুৎ ও স্যানিটেশনের কাজ। এছাড়া বেজমেন্ট স্থাপনের কাজটিও রয়েছে এ প্রকল্পের সঙ্গে। এ কাজে ব্যয় হবে ৯৯ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।