ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতালের প্রতিবাদে গাবতলীতে ব্যবসায়ীদের মানববন্ধন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
হরতালের প্রতিবাদে গাবতলীতে ব্যবসায়ীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে আগুন দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের পর্বতে মানববন্ধন করেছে আমিনবাজার ও গাবতলীর মোটরপার্টস ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আমিন বাজার ও গাবতলীর মোটরপার্টস ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে কয়েক হাজার ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেন।



মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন গাবতলী মোটরপার্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিয়া।
এসময় ব্যবসায়ীরা জানান, চলমান রাজনৈতিক সহিসংতার কারণে তাদের ব্যবসা অচল হয়ে পড়েছে। বেকার হয়ে পড়ছে ব্যবসাসংশ্লিষ্ট হাজার হাজার কর্মচারী।
এসব সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকার ও ২০দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।