ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন ১৭ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন ১৭ মার্চ

ঢাকা: ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী আগামী ১৭ মার্চ ঢাকায় আসবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হ্যান ফুল একজার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে হ্যান ফুল একথা জানান।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী আসবেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ডেনমার্ক বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। স্বাধীনতার পর থেকেই এদেশের মানুষের জীবনমান উন্নয়নে দেশটি সহযোগিতা দিয়ে আসছে। ড্যানিশ দাতাসংস্থা ‘ড্যানিডা’ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সহায়তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।