ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যালোভেরার মানসম্মত নানা পণ্যের সমাহার রুটসে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
অ্যালোভেরার মানসম্মত নানা পণ্যের সমাহার রুটসে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্য মেলা থেকে: প্রাকৃতিক উপাদান ও অ্যালোভেরায় তৈরি মানসম্মত নানা পণ্যের সমাহারে শোভা পাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রুটস হেলথ অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লিমিটেডের স্টল। মেলা উপলক্ষে রয়েছে একটি পণ্য কিনলে অন্য আরেকটি পণ্য ফ্রি’র অফার।


 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দুই নম্বর গেটের পাশে রুটসের প্রিমিয়াম ১৬ নম্বর স্টলে ঢু মারতেই চোখে পরলো প্রাকৃতিক নির্যাসে তৈরি করা পণ্যগুলো। রয়েছে ক্রেতাদেরও ভিড়। তারা দেখার পাশাপাশি কিনছেনও।
 
বিক্রয়কর্মীরা জানান, বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি ও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় প্রতিদিনই বাড়ছে এসব পণ্যের চাহিদা।
 
স্টলটির মূল দায়িত্বে আছেন রুটসের অ্যাকাউন্টস অফিসার মোকছেদ আলম শাফিন। তিনি বাংলানিউজকে জানান, তাদের মূল আকর্ষণ হলো অ্যালোভেরার বিভিন্ন পণ্য। যেমন- অ্যালোভেরা ড্রিংকস, অ্যালোভেরা জেল, অ্যালোভেরা স্কিন কেয়ার, রুটস হারবাল স্ট্রেচ মার্ক জেল, রুটস হ্যান্ড ওয়াশ, নিম ফেস ওয়াশ, নিম উকুননাশক তেল, স্কিন ব্রাইট ক্রিম। এসব পণ্যগুলো মেলায় আসা ক্রেতা সাধারণকে তাক লাগিয়ে দিয়েছে।
 
এছাড়া, রুটস মেসতা অ্যান্ড স্পট রিমুভার ক্রিম, পেট্রোলিয়াম জেলি, কন্ডিশনিং নেইল পলিশ রিমুভার, সুরভিত গ্লিসারিনসহ প্রায় ২৫টি পণ্য রয়েছে তাদের স্টলে।
 
তিনি আরও বলেন, আমাদের দেশিয় কাঁচামাল দিয়ে তৈরি এসব পণ্য। কিন্তু গুণগত মান আন্তর্জাতিক মানের। তাই এ পণ্যগুলো ক্রেতারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা ড্রিংকস পণ্যটি তৈরি করছি ক্ষেত থেকে অ্যালোভেরা (ঘৃতকুমারী) সংগ্রহ করে। ফলে শতভাগ স্বাস্থ্যসম্মত এ পণ্যটি ক্রেতারা স্বল্প দামে পাচ্ছেন।
 
জানা যায়, গত বছরের অক্টোবর মাস থেকে রুটস হেলথ অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লিমিটেডের পণ্যগুলো বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারে তারা একটা অবস্থানও তৈরি করতে পেরেছে। বাংলাদেশে অ্যালোভেরার তৈরি স্কিন কেয়ার ও রুটস হারবাল স্ট্রেচ মার্ক জেল তারাই প্রথম নিয়ে এসেছেন।
 
সার্বিক বিষয়ে রুটস হেলথ অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লিমিটেডের কর্ণধার ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, গুণগত ও মানসম্মত কসমেটিকস আমরা উৎপাদন করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের এসব পণ্য ব্যবহার করে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে খেয়াল রেখেই পণ্যগুলো বাজারজাত করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।