ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেল‍া

ছুটির দিনে সকাল থেকেই মেলায় মানুষের ভিড়

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ছুটির দিনে সকাল থেকেই মেলায় মানুষের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছুটির দিন হওয়‍ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে শুরু করেছেন মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়ও।



শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই মেলার গেটে মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই টিকিটি সংগ্রহ করতে প্রবেশ পথেই লেগে গেছে মানুষের দীর্ঘ সারি। বিরোধী জোটের ডাকা অবরোধ থাকলেও শুক্রবার মেলার আশেপাশের সড়কে মেলামুখী যানবাহনের চাপ দেখা গেছে।

স্ত্রী সন্তানদের নিয়ে মেলায় এসেছেন আসিফুল করিব। ব্যাংকার হওয়ায় পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর সময় খুব একটা পান না। তাই ছুটির দিনেই বেছে নিলেন মেলা ঘুরে দেখার জন্য।

তিনি দুই মেয়ে এক ছেলে নিয়ে মেলায় যখন প্রবেশ করছেন তখন তিনি বাংলানিউজকে বলেন, স্বস্তিতে মেলায় ঘুরতে সকাল বেলা পছন্দ করেছেন তিনি। ছুটির দিন হিসেবে দুপুরের আগেই বের হয়ে যাওয়ার ইচ্ছা।   সন্তানদের ইচ্ছানুযায়ী কিছু কেনাকাটাও করবেন বলে জানান তিনি।

আসিফুল কবিরের মতো নগরীর অনেক কর্মজীবিই ছুটির দিন বেছে মেলায় আসছেন। হরতাল-অবরোধসহ দেশের সংকটময় পরিস্থিতির কারণে অন্য বছরের মত এবার জমেনি বাণিজ্যমেলা। এজন্য বাণিজ্য মেলা ১০ দিন বাড়িয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সে হিসেবে বাড়তি আরও ১০ দিন মেলা উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। তবে একমাসের শেষদিনে মেলায় যে ভিড় থাকার কথা সেই ভিড় এখনও দেখা যায়নি।

মেলার প্রবেশমুখের কয়েকটি স্টলের বিক্রেতারা জানান, হরতাল-অবরোধে ছুটির দিনে ভিড় বাড়লেও অন্যান্য দিনে ক্রেতাহীন বসে থাকতে হয়।

বেলা ১১টা থেকে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, ক্রেতার অপেক্ষায় স্টলে বসে আছেন বিক্রেতারা। ছুটির দিনে বেশি বেচাকেনার আশা রয়েছে তাদের। বিকেলের দিকে ক্রেতা-দর্শনার্থী আরো বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

** কেন মেলায় আসা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।