ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্যের মানে অসন্তোষ ক্রেতা

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
পণ্যের মানে অসন্তোষ ক্রেতা ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্যমেলায় এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। অফারের ছড়াছড়ি থাকলেও তাতে ভিড়ছেন কম।

পণ্যের মান নিয়ে দেখা দিয়েছে সংশয়। অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করেছেন এ নিয়ে। এজন্য মেলা ঘুরে খালি হাতেও ফিরছেন অনেকে।

তবে পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন করলে তার উত্তর নেই বিক্রেতাদের কাছেই।

রাজধানীর মোহম্মদপুরে আলম-পারভিন দম্পতি মেলা ঘুরে তাদের হতশার কথা বলছিলেন, ‘আরও তিন চার বছর আগের মেলায় যেরকম মানসম্পন্ন পণ্য নিয়ে আসা হতো এখন তা দেখছি না। ’

পারভিন জানান, ইন্ডিয়ান আর চায়না বলে যেসব পণ্য বিক্রি হচ্ছে তার মান একেবারেই নিম্নমানের। বাণিজ্যমেলার মতো একটি বড় আসরে এরকম পণ্য কিনতে আসিনি।

তবে নতুন পণ্য ও ইলেক্ট্রনিক্স সামগ্রী এবং ফার্নিচারের অনেক পণ্য তার পছন্দ হয়েছে বলে জানান।

মেলার পারটেক্স ফার্নিচার শো-রুম থেকে বের হওয়ার পথে কথা হয় খিলগাঁও এলাকার বাসিন্দা আমজাদ হোসেন ও লিলি বেগমের সঙ্গে। তারা ফার্নিচার পছন্দ করতে এসেছিলেন।

জানান, পছন্দ হয়েছে ঠিকই কিন্তু দামটা বেশি মনে হয়েছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেল থেকে উপচেপড়া ভিড় লেগে যায় বাণিজ্যমেলায়। বেশ কয়েকদিন ক্রেতার অভাবে বসে থাকা বিক্রেতারা একটু সরব হয়ে ওঠেন। দরদাম আর কেনাবেচায় একটু বেশি ব্যস্ত দেখা গেলো অন্যদিনের চেয়ে।

তবু হতাশা তদের। অবরোধকে দায়ী করলেন বেশিরভাগ বিক্রেতা।

কয়েকজন বিক্রেতা জানান, ভিড় বেশি কিন্তু বেশিরভাগিই দরদাম পর্যন্তই। কিনে নিয়ে যাচ্ছেন এরকম ক্রেতা কম মিলছে। অবরোধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে জমছে না মেলায়।

অন্যবার মেলার এরকম শেষের দিকে যে ভিড়ভাট্টা লাগতো এবার তার দেখা পাওয়া যাচ্ছে না- জানান বিক্রেতারা।

তবে দশদিন বাড়ানোর ফলে তারা একটু আশা দেখছেন। পণ্যের গুনগত মান নিয়ে প্রশ্ন করলে তার উত্তর নেই বিক্রেতাদের কাছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।