ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ৪০ শ্রমিককে নিয়ে ডেনিস দূতাবাসের কর্মশালা

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ৪০ শ্রমিককে নিয়ে ডেনিস দূতাবাসের কর্মশালা

ধামরাই (ঢাকা): সাভারে ধসেপড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ৪০ শ্রমিককে নিয়ে ধামরাইয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ডেনিস দ‍ূতাবাস।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ধামারাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকারখানায় এ কর্মশালার আয়োজন করা হয়।



কর্মশালার উদ্বোধন করেন- ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার।

উদ্বোধনকালে বাংলাদেশকে নিজের ‘সেকেন্ড হোম’ আখ্যা দিয়ে রাষ্ট্রদূত বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সম্পর্কে ডেনমার্কবাসী অবগত। তারা ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে চান।

তিনি আরো বলেন, আজকের কর্মশালা থেকে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ভাবনা ও তাদের চিত্র তুলে ধরে কিছু মেটাল ক্রাফট তৈরি করা হবে, যা আন্তর্জাতিকভাবে একটি সেমিনারে প্রদর্শনও করা হবে। এর মাধ্যমে উপার্জিত অর্থ রানাপ্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাহায্যে ব্যয় করা হবে।

এ সময় কর্মশালার উদ্যোক্তা ডেনমার্কের রাষ্টদূতের মা ক্রিষ্টিয়ানাসহ ডেনর্মাক দূতাবাসের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।