ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলাকে দেশের আধুনিক মডেল জেলা করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ভোলাকে দেশের আধুনিক মডেল জেলা করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলাকে দেশের আধুনিক মডেল জেলা করে তোলা হবে।

ভোলাকে শিল্প নগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তাদের নিয়ে ‘লাইট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটো মোবাইল ইন্ডাস্ট্রিয়াল টাউন অ্যাট ভোলা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলাকে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল আধুনিক জেলায় রূপান্তরিত করার লক্ষ্যে আজ থেকে নতুন করে শিল্পায়নের বীজ বপন করা হলো।

তিনি আরো বলেন, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে তৈরি করা হবে অত্যাধুনিক পোর্ট। এছাড়া শিল্প ও কলকারখানা তৈরির উদ্দেশে শিল্প উদ্যোক্তারাও আগ্রহ প্রকাশ করেছেন।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের এ কর্মশালায় সভাপতিত্ব করেন।
 
এত আরো বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম হোসেন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরোয়ার, টিনল গ্রুপ চেয়ারম্যান মাতলুব আহমেদ, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, চেম্বার সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, মনোয়ারা হামিক আলী, অতিরিক্ত সচিব নাভাস চন্দ্র মন্ডল, যুগ্ম সচিব তৌহিদুর রহমান, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিট টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

এছাড়াও দেশের শীর্ষস্থানীয় অন্তত ২০টি গ্রুপ অব কোম্পানির মালিক ও প্রতিনিধিরাসহ জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।