ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রিপল এ পেল ডিবিএইচ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ট্রিপল এ পেল ডিবিএইচ

ঢাকা: গৃহঋণ খাতে অর্থায়নের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) টানা নবম বছরের জন্য দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ (এএএ) এবং স্বল্প মেয়াদে সর্বোচ্চ রেটিং এসটি-১ পেয়েছে।

সম্প্রতি ঢাকায় ডিবিএইচের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাব) ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিউ এম শরীফুল আলার হাতে কোম্পানির ক্রেডিট রেটিং প্রতিবেদন প্রদান করেন।



বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।