ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসিআইর নতুন ওয়াশিং পাউডার- বার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
এসিআইর নতুন ওয়াশিং পাউডার- বার

ঢাকা: এসিআই বাজারে এনেছে লেবুর সুগন্ধযুক্ত নতুন ওয়াশিং পাউডার 'স্মার্ট' এবং জীবাণুনাশক ডিশ ওয়াশিং বার 'সেপটেক্স'।

সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে বাজারে আসা এ দুটি পন্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়।



এতে বলা হয়, ওয়াশিং পাউডার 'স্মার্ট'-এর ফোম বুস্টার অল্পতেই প্রচুর ফেনা তৈরি করে নিমেষেই দূর করে কাপড়ের কঠিন দাগ ও ময়লা। এর অপটিক্যাল ব্রাইটেনার কাপড় কে করে নতুনের মতো উজ্জ্বল এবং অটুট রাখে কাপড়ের মান। ৫০০ গ্রামের প্রতিটি প্যাকের দাম মাত্র ৩৭ টাকা।

অপরদিকে, 'সেপটেক্স' ডিশওয়াশ বার শুধু বাসনপত্র পরিষ্কারই করবে না, এর শক্তিশালী জীবাণুনাশক ফর্মুলা বাসনপত্র ও মাজুনিতে জমে থাকা জীবাণু ধ্বংস করে। এটি সহজে গলে না। তাই বহুদিন ব্যবহার করা যায়। ৩২৫ গ্রামের প্রতিটি বারের দাম মাত্র ৩০ টাকা। সেপটেক্স বার ও স্মার্ট পাউডার মানুষের হাত এবং ত্বকের জন্য কোমল ও নিরাপদ।

বাংলাদেশ সময়: ১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।