ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আধুনিক মেয়েরা চায় আধুনিক বোরকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
আধুনিক মেয়েরা চায় আধুনিক বোরকা ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বোরকার ব্যবহার ছিলো, রয়েছে সবসময়। তবে পরিবর্তন হয়েছে ধরন-ধারণে।

পর্দা বা শালীনভাবে চলার পাশাপাশি বোরকা এখন মেয়েদের ফ্যাশনও। সেই ফ্যাশনও পরিববর্তন হচ্ছে দিনকে দিন। বোরকা এখন লং থেকে রূপান্তরিত হয়েছে শর্ট, থ্রি-কোয়ার্টারে।

ইদানীং বিভিন্ন ডিজাইনের থ্রি-পিসের সঙ্গে বিভিন্ন রঙের বোরকার চাহিদাও বাড়ছে মেয়েদের হালের ফ্যাশনে।

বোরকার সঙ্গে মিলিয়ে হিজাব পরাও এখন ফ্যাশনে পরিণত হয়েছে মেয়েদের। যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েদের পছন্দের বাহারি রং ও ডিজাইনের বোরকা এসেছে এবারের বাণিজ্য মেলায়।

মেলার কয়েকটি বোরকার স্টলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও চাহিদার দিক থেকে এগিয়ে ইরানি প্যাভিলিয়নগুলো।

মেলার ৩৬এ নম্বর স্টলের এপি ফ্যাশনে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের বোরকা। বোরকা আর হিজাব কিনতে সেখানে ভিড় জমাচ্ছেন মেয়েরা।

স্টলের বিক্রেতা শরীফুল হোসাইন জানান, এবারের মেলায় শাড়িকুচি, তিন কুচি এক কুচির মধ্যে বিভিন্ন রঙের বোরকা নিয়ে এসেছি আমরা।

আনস্টিস, একছাঁটা, অ্যালেক্সাসহ বিভিন্ন ডিজাইনের বোরকা পাওয়া যাচ্ছে এখানে।

তিনি জানান, শাড়ি কুচি ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার ৫শ’, কালো রঙের তিনকুচি ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৫শ’, আনস্টিস ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার, একছাঁটা ১ হাজার থেকে ১ হাজার ৮শ’, অ্যালেক্সা কাপড়ের বোরকা ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার ৩শ’ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এছাড়াও বোরকার সঙ্গে মিলিয়ে বিভিন্ন ডিজাইন ও রঙের হিজাবও বিক্রি করা হচ্ছে। নারী ক্রেতাদের জন্য এগুলোর মূল্য সর্বনিম্ন ২শ’ থেকে ৭শ’ ৫০ টাকার পর্যন্ত ধরা হয়েছে।

ইরানি পণ্য সম্ভারের বিক্রেতা রিফাদ আহমেদ জানান, তার স্টলে সর্বনিমœ ১ হাজার ৫শ’ থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা মূল্যের বোরকা রয়েছে।

এবারের মেলায় চার পার্টের বোরকারচাহিদা বেশি বলেও জানান তিনি।

স্টলে বোরকা কিনতে আসা তাপসি জানান, মেলায় চার পার্টের কয়েকটি আধুনিক ডিজাইনের বোরকা এসেছে। মার্কেটে যার মূল্য তুলনামূলক কম। তাই পছন্দ অনুযায়ী একটা বোরকা কিনতে এসেছি।

মেলায় স্বামীর সঙ্গে বোরকা কিনতে এসেছেন সানু।

তিনি জানান, তুলনামূলক কম দামে সুন্দর সুন্দর ইরানি বোরকা মেলাতেই পাওয়া যায়। তাছাড়া এখান থেকে মিলিয়ে হিজাবও কেনা যাচ্ছে।

তাই ঘুরতে এসে দুই হাজার টাকায় একটা বোরখা কিনেছি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।