ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সব ব্যাংকে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট খোলার নির্দেশনা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সব ব্যাংকে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট খোলার নির্দেশনা

ঢাকা: দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 'নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট' খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার(৮ ফেব্রুয়ারি’২০১৫) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় স্বাক্ষরিত সার্কুলারে এ আদেশ দেওয়া হয়।



এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট খোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ে(যদি থাকে)নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত ইউনিট শাখা পর্যায়ের এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করবে। এ ইউনিটে নারী কর্মকর্তা নিয়োজিত করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।

নারী উদ্যোক্তাদের সকল প্রকার সেবাদান, ঋণ বিতরণে উদোগী ভূমিকা পালন, এসএমই ঋণ বিতরণ ও লক্ষ্যমাত্রা অর্জন, নারী উদ্যোক্তাদের ক্লাস্টার খুঁজে বের করে তাদের ঋণ বিতরণ কর্মকাণ্ডে আনতে এ ইউনিট কাজ করবে বলেও উল্লেখ করা হয়।  

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে ১৫ দিনের মধ্যে ইউনিট গঠন করে তা অবহিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।