ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রয় ডটকম-ইস্টার্ন ব্যাংকের সহযোগিতা চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বিক্রয় ডটকম-ইস্টার্ন ব্যাংকের সহযোগিতা চুক্তি

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সঙ্গে বিক্রয় ডটকম-এর সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে বিক্রয় ডটকম থেকে যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা ঋণ সুবিধা ভোগ করতে পারবেন।



বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও বিক্রয় ডটকম-এর প্রধান মার্টিন ম্যাল্মস্ট্রম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় বিক্রয় ডটকম ব্যবহারকারীরা কোনো ফি ছাড়াই ঋণ প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ পাবেন। এছাড়াও তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অন্যান্য সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং প্রধান নাজিম এ চৌধুরী, হেড অব অ্যাসেট জুলকারনাইন, হেড অব ডাইরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।