ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শাখা ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শাখা ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিঃ এর শাখা ইনচার্জ সম্মেলন-২০১৫ সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কে.এ.এম. ফেরদৌসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান এম.এ হাসেম।



কোম্পানির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর মো: ফজলে আজিম, সকল শাখা ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সম্মেলনে উপস্থিত ছিলেন। কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ সম্মেলন পরিচালনা করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা স্বাগত ভাষণে কোম্পানির ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শাখা ইনচার্জদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বর্তমান বছরের ব্যবসায়িক টার্গেট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার অনুরোধ করেন।

কোম্পানি চেয়ারম্যান এম.এ হাসেম তার বক্তৃতায় উন্নয়ন কর্মকর্তাদের প্রিমিয়াম সংগ্রহ, কোম্পানির প্রতি আনুগত্য ও সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

পরে কোম্পানির সফল ইনচার্জদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।