ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অত্যান্ত আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোচনা সভায় এ আগ্রহের কথা জানান তারা।



শনিবার (৭ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপ, মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল, ইলিকট ড্রেজারস, কোকাকোলা কো. ফন্থেইম ইন্টারন্যাশনাল, আমেরিকান ইগল অ্যান্ড সিল্করস্কাই এয়ারক্রাফটসহ বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানীর প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। এসময় বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে অত্যান্ত আগ্রহের কথা ব্যক্ত করেন তারা। এসব কোম্পানীগুলোর বেশ কয়েকটি ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে।

১৯৯৫ সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডার স্ট্যান্ডিংয়ের উদ্যোগে শুক্রবার  আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

মার্কিন ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বক্তব্য রাখেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও আঞ্চলিক কেন্দ্র হিসেবে বর্ণনা করে তিনি বিনিয়োগ আকর্ষণের
জন্য বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তথ্যসহ তুলে ধরেন।

আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রে বর্তমান সরকারের গুরুত্ব প্রদানের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক কানেকটিভিটি
ধারণাকে জোরদার করার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধি আনার লক্ষ্যে কয়েকটি দেশ দায়িত্ব গ্রহণের পরেই সফর করেন।

বাংলাদেশে আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরে তিনি অধিক হারে বিশেষত জ্বালানী, জাহাজ-নির্মাণ, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, ওষুধশিল্প, সিরামিক, আইসিটি, টেলিযোগাযোগসহ সম্ভাবনাময় ও লাভজনক খাতে বিনিয়োগের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোষাক রপ্তানীর ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে ভূমিকা রাখার জন্য মার্কিন বিনিয়োগকারীদের
অনুরোধ জানান তিনি।

পরে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।