ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেঘনা ব্যাংকের নির্বাহী- শাখা ব্যবস্থাপকদের বার্ষিক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মেঘনা ব্যাংকের নির্বাহী- শাখা ব্যবস্থাপকদের বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি মেঘনা ব্যাংকের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, গুলশান-২-এ অবস্থিত সিক্স সিজন হোটেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ. এন. আশিকুর রহমান এম.পি।



বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম, ব্যাংকের পরিচালক মোঃ কামাল উদ্দিন, মোঃ আলী আজিম খান, এসএম জাহাঙ্গীর আলম মানিক, তানভীর আহমেদ,  রেহানা আশিকুর রহমান ও উজমা চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোহসিন মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ।

সভায় ব্যবসায়িক কার্যক্রম ও অর্জন এবং পরবর্তী বছরের ব্যবসা সংক্রান্ত কলাকৌশল ও পারিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।