ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি ব্যবসায়ীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি ব্যবসায়ীদের ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধ নিষিদ্ধ করে আইন প্রণয়ণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় পতাকা হাতে মতিঝিলের মূল সড়কে ১৫ মিনিট অবস্থান নিয়ে এ আহ্বান জানান তিনি।



এফবিসিসিআই’র সভাপতি বলেন, প্রতিবছর ৩০ লাখ মানুষ কর্মবাজারে আসছেন, যার বেশির ভাগেরই কর্মসংস্থান হচ্ছে বেসরকারি খাতে। কিন্তু টানা হরতাল-অবরোধে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা চলমান থাকলে নতুন কর্মসংস্থান দ‍ূরের কথা আগেরগুলোই ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

আমাদের দেশে যে সম্ভাবনা আছে তাতে প্রবৃদ্ধিকে ৮ শতাংশে উন্নীত করা সম্ভব। কিন্তু রাজনৈতিক টালমাটালে তা ৬ শতাংশে স্থিতিশীল হয়ে আছে।

ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে জানিয়ে এ হরতাল-অবরোধ নিষিদ্ধ করে আইন প্রণয়ণ করতে সরকারের আহ্বান জানান এফবিসিসিআই’র সভাপতি।

তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সহিংসতায় দেশে আর্থিক ক্ষতি হয়েছে ৭৫ হাজার কোটি টাকা, নৃশংসতায় নিহত হয়েছে শিশুসহ ৮৭ জন, পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে ২০০ জন, রেলে নাশকতা হয়েছে ১০ বার এবং ১ হাজার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  

এর আগে বেলা ১২টায় সমস্বরে জাতীয় সংগীত গেয়ে হরতাল-অবরোধের প্রতিবাদ জান‍ান দেশের ব্যবসায়ী সমাজ।

এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরামউদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচির শুরুতে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ওঠেন ব্যবসায়ীরা। একই সময় দেশের অন্যান্য ব্যবসায়ীরা হরতালের প্রতিবাদে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ওঠেন বলে জানান এফবিসিসিআই’র সভাপতি।

পরে আবারও জাতীয় সংগীত গেয়ে ১৫ মিনিটের এ অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
   
এসময় আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান, একে আজাদ, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

** নারায়ণগঞ্জে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন

** শান্তির জন্য ময়মনসিংহ চেম্বারের অবস্থান কর্মসূচি

** সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ব্যবসায়ীদের
** সহিংসতার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের মানববন্ধন
** পতাকা হাতে খুলনার ব্যবসায়ীদের প্রতিবাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।