ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সরকারি কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা হলে মঙ্গলবার সকালে দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।



মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবাসন শিল্প। এ শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে দেশে সুউচ্চ ভবন অনেক নির্মিত হচ্ছে। আর এ জন্য এলেভেটর ও এস্কেলেটরের মতো শিল্পের চাহিদাও বাড়ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ খাত। সরকার এ খাতের উন্নয়নে খুবই আন্তরিক।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সরকার রাজধানীতে এবং আশপাশের এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করবে। এসব ভবনে এলিভেটর ও এস্কেলেটরের মতো প্রযুক্তি থাকবে। মিরপুর ও মোহাম্মদপুরে সরকারি উদ্যোগে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, দেশে সরকারি কর্মকর্তাদের সংখ্যা দেড় লাখ। অথচ মাত্র ৫০ হাজার কর্মকর্তাদের আমরা আবাসন সুবিধা দিতে পেরেছি। বাকি এক লাখ কর্মকর্তাদেরও আবাসিক সুবিধার আওতায় আনবে সরকার।

এ লক্ষ্যে মতিঝিল ও আজিমপুরে এক হাজার কর্মকর্তার জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং রিহ্যাবের প্রেসিডেন্ট এবং শামসুল আল-আমিন গ্রুপের পরিচালক আলমগীর শামসুল আল আমিন।

লিফট ও এস্কেলেটর শিল্পে এই  প্রদর্শনী দেশে নতুন বাজার তৈরিতে কাজ করবে। ক্যাপসুল লিফট, এস্কেলেটর, ইএমই উপাদান প্রস্তুতকার, লিফটের কেবিন, যন্ত্রাদি, লিফটের দরজা, উচ্চগতি সম্পন্ন গভর্নার্স, নিরাপত্তামূলক যন্ত্রাদি, হাইড্রোলিক যন্ত্রাদি এবং লিফট ও এস্কেলেটরসহ অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে এ এক্সপোতে।

ভারত, চীন, কোরিয়া, ইতালিসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা ও রাজদর্শন হলে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর আয়োজনকারী প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশন অ্যান্ড এক্সিবিশনের ভারতীয় পরিচালক অনীতা রঘুনাথ বলেন, ঢাকার প্রদর্শনীতে সরকারের পাশাপাশি শিল্প সংগঠকরা বিশেষভাবে সাহায্য করেছেন। যেহেতু, বাংলাদেশে লিফট ও এস্কেলেটরের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই, এখনই সর্বোৎকৃষ্ট সময় এ ধরনের প্রদর্শনীর বৃদ্ধি করার।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

** বসুন্ধরা কনভেনশন সিটিতে লিফট- এস্কেলেটর প্রদর্শনী শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।