ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রোপার্টি লিফটে ৫% ডিসকাউন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
প্রোপার্টি লিফটে ৫% ডিসকাউন্ট ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা কনভেনশন সিটিতে আর্ন্তজাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনী উপলক্ষে গ্রাহকদের জন্য ৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপের প্রোপার্টি লিফটস।

মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি’২০১৫) শুরু হওয়া এ মেলা থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

আর মেলা চলাকালীন সময়ে এ ডিসকাউন্ট পাওয়া যাবে।

প্রাণআরএফএল গ্রুপের স্পেয়ার বিজনেসের চিফ অপারেটিং অফিসার নেয়ামুল হক সায়েম বাংলানিউজকে বলেন, দেশের প্রধান আমদানি ও সরবরাহকারী লিফট প্রতিষ্ঠান প্রোপার্টি লিফটস। বাজারে সবচেয়ে কার্যকরী লিফট সরবরাহ করে প্রোপার্টি।

লিফটের বিশেষত্ব নিয়ে তিনি বলেন, এটি গুণগত এবং নিরাপদ। দামের দিক থেকে গ্রাহকের নাগালে। পেশাদার ইঞ্জিনিয়ারদের দ্বারা লিফটগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়। জরুরি প্রয়োজনে ফোন দেয়ার ৩০ মিনিটের মধ্যে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে সেরা সেবা দেয়ার লক্ষ্য রয়েছে আমাদের।

মোট ৪টি ব্র্যান্ডের লিফট নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রোপার্টি লিফট। ইতালির মনিটর স্পা, স্পেনের ম্যাকপুয়ারসা, জার্মানি ও চায়নার এসআরএইচ এবং চায়নার সানি এলেভেটর।

প্যাসেঞ্জার লিফট ছাড়াও প্রোপার্টি লিফটের রয়েছে ক্যাপসুল লিফট, হসপিটাল লিফট, এস্কেলেটর, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স এবং জেনারেটর।     

প্রোপার্টির প্যাসেঞ্জার লিফট সম্পূর্ণ কম্পিউটারাইজড ইন্টেলেকচুয়াল কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত। রয়েছে টপ অ্যাডভান্স ডোর অপারেটর সিস্টেম, ইন্টিগ্রেটেড ড্রাইভার, অপটিক্যাল কার্টেইন প্রটেকশন, ট্রাভেল সেল্ফ-ডায়গনোসিস সিস্টেম, আইডি বা আইসি কার্ড আইডেন্টিফিকেশন এবং ভয়েস এরাইভাল।

প্রপার্টি লিফটসের পার্টসের মধ্যে রয়েছ টপ সিলিং স্যাম্পলস, স্টিল ফ্লোর সেম্পলস, সিওপি, এলওপি, ট্র্যাকশন মেশিন, গিয়ারলেস ট্র্যাকশন মেশিন, ডোর ইনভার্টার, এনকর্ডার, লিফট কন্ট্রোলার। এছাড়াও বিভিন্ন ডিজাইনের আকর্ষনীয় প্যাসেঞ্জার এলেভেটর ডোর এবং প্যাসেঞ্জার এলেভেটর কেবিন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।