ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংক- স্বপ্ন সমঝোতা চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
প্রাইম ব্যাংক- স্বপ্ন সমঝোতা চুক্তি সই

ঢাকা: সুপারশপ ও লাইফস্টাইল ব্যান্ড স্বপ্ন-তে ক্যাশব্যাক সার্ভিস সেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা চুক্তি সই করেছে বেসরকারিখাতের প্রাইম ব্যাংক লিমিটেড। চুক্তির ফলে প্রাইম ব্যাংকের ডেবিট কার্ড গ্রাহকরা স্বপ্ন থেকে ক্রয় এবং ক্যাশ উত্তোলনের সুবিধা পাবেন।



সম্প্রতি হওয়া প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং এসিআই লজিস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক সাবি্বর হাসান নাসির এ চুক্তিতে সই করেন।

প্রাইম ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. জামিল হোসেন এবং এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক, ফিন্যান্স ও প্ল্যানিং, প্রদীপ কর চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।