ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর রেয়াত অপব্যবহার বন্ধে নীতিমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
কর রেয়াত অপব্যবহার বন্ধে নীতিমালা ছবি: দিপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর রেয়াতের অপব্যবহার বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এনবিআর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের মাসিক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।



বিভিন্ন জনহিতকর কাজে যে কর রেয়াত দেওয়া হয়, তার যাতে অপব্যবহার না হয় সেজন্য বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান।

নজিবুর রহমান বলেন, সরকারের বিভিন্ন বিভাগ, এনজিও ব্যুরো, অর্থনীতি বিভাগসহ সব সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে নীতিমালা তৈরি করবে এনবিআর।

দুটি জনহিতকর কাজে কর রেয়াতের সিদ্ধান্তের বিষয়ে চেয়ারম্যান বলেন, মানবকল্যাণমূলক কাজে দেশি ও বিদেশি ব্যক্তি বা সংস্থার দানে কর রেয়াত দেওয়া হবে।

সড়ক বিভাগের অনুরোধ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে গাড়ির রেজিস্ট্রেশন- ফিটনেস নবায়নে উৎসে আয়কর রেয়াত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ষষ্ঠ পঞ্চবার্ষিকী নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এনবিআর কাজ করছে বলে জানান নজিবুর রহমান।
বোর্ডের মধ্যে ভালো কর্মকর্তাদের মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন, যেসব কর্মকর্তা কাজে গাফিলতি করছেন বা আচরণগত সমস্যা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
 
পাশাপাশি যারা ভালো কাজ করছেন তাদের মূল্যায়ন করে উপযুক্ত স্থানে বসানোর কাজ চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।