ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে কর সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে কর সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সর্বোচ্চ কর প্রদান করায় তিনটি কর অঞ্চলের ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
তিনটি কর অঞ্চল হল, বৃহৎ করদাতা ইউনিট, কর অঞ্চল-১ ও কর অঞ্চল-২।

রাজস্ব প্রদানে উৎসাহিত করতে প্রতি মাসে সব কর অঞ্চলে এ ধরনের সম্মাননা দেওয়া হবে।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বোর্ডের সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের মাসিক প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।
 
বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন ১০টি প্রতিষ্ঠান এ সম্মাননা পাচ্ছে। সেগুলো হচ্ছে, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউসিবি ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
 
কর অঞ্চল-১, ঢাকার অধীনে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান হলেন, আকিজ ফুড, এসিআই ফরমুলেশন লি., আকিজ জুট মিলস, এসিআই মটরস, আকিজ টেক্সটাইল মিলস, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি., আকিজ বিড়ি, আজমত রহমান, মো. মশিউর রহমান হুমায়ূন ও নুরুল হুদা।
 
কর অঞ্চল-২, ঢাকার অধীনে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান হলেন, মো. কাউছার মিয়া, এস জি এস বাংলাদেশ লি., স্কয়ার সেফালসপরিনস, সিঙ্গার বাংলাদেশ লি., কুহনে নাগাল লি., সাকো ইন্টারন্যাশনাল লি., ইয়াং ওয়ান হাইটেক স্পোর্টস ওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., সায়হাম কটন মিলস লি., স্কয়ার ফুড ও স্কয়ার ইয়ার্ন লি.।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেক কর অঞ্চলে যেসব করদাতা সর্বোচ্চ কর দেন, তাদের তালিকা চাওয়া হয়েছে। তিনটি কর অঞ্চলের তালিকা অনুসারে সম্মাননা দেওয়া হচ্ছে।
 
করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে বাণিজ্যমেলায় ওয়ালটন, সিঙ্গার ও র‌্যাংগসকে সম্মাননা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে শিগগিরই সম্মাননা দেওয়া হবে বলেও জানান নজিবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।