ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব ঘাটতি আড়াই হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রাজস্ব ঘাটতি আড়াই হাজার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান / ছবি: দীপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত রাজস্ব ঘাটতি ২ হাজার ৪০৯ কোটি টাকা বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে রাজস্ব বোর্ডের মাসিক সংবাদ সম্মেলনে তিনি এ ঘাটতির কথা জানান।



চেয়ারম্যান জানান, চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) আয়কর, ভ্যাট ও শুল্ক লক্ষ্যমাত্রা ছিল ৭১ হাজার ৮২৫ কোটি টাকা।

এর বিপরীতে আদায় হয়েছে ৬৯ হাজার ৪৬৬ কোটি টাকা। সাত মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৯ কোটি টাকা।

চ্যালেঞ্জ থাকলেও উন্নতর ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রার পূরণের কাছাকাছি যাওয়া সম্ভব। লক্ষ্যমাত্রা অর্জনে সব কর্মকর্তা কাজ করছে বলে জানান নজিবুর রহমান।
 
পর্যাপ্ত জনবল পেলে ঘাটতি কমে আসবে বলে মনে করেন চেয়ারম্যান। তিনি বলেন, সীমিত জনবল দিয়ে রাজস্ব আদায়ের ভালো পারফর্ম দেখাচ্ছি আমরা।
 
সৎ কর্মকর্তা, দক্ষ প্রশাসন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ঘাটতি পূরণ সম্ভব হবে বলে আশ্বাস দেন নজিবুর রহমান।
 
জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান বিভাগ সূত্র জানায়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময় ছয় মাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ হাজার ৪৫৩ কোটি ৪৮ লাখ টাকা।
 
এর বিপরীতে ২ হাজার ৪ কোটি ১৮ লাখ টাকা ঘাটতি রেখে আদায় হয়েছিল ৫৮ হাজার ৪৪৯ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব।
 
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।