ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গজারিয়ায় সামুদা ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডে ক্ষতি ২০ কোটি

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
গজারিয়ায় সামুদা ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডে ক্ষতি ২০ কোটি ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজরিয়ার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকায় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও ধোয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার ফেরদৌস আজিজ বাংরঅনিউজকে জানান, সকাল ৯টার দিকে ইন্ডাস্ট্রিজের কুইন টাওয়ারে আগুন লাগে। পরে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দমকল কর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।