ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও এক বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
আরও এক বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা: বাংলাদেশের উন্নয়নে চলতি বছরের জুনে আরও এক বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এরইমধ্যে চলতি অর্থবছরে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।



পাঁচদিনের সফর শেষে বুধবার রাতে (২৫ ফেব্রুয়ারি)  ঢাকা ত্যাগের আগে এক বিবৃতিতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন বিষয়টি জানান।

দারিদ্র্য নিরসনের ক্ষেত্রেও বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।
 
বিবৃতিতে অ্যানেট ডিক্সন বলেন, দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

‘বিশ্বব্যাংক চলতি অর্থবছরের এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই জুনের শেষে আরও এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আসবে,’—যোগ করেন তিনি।

অ্যানেট ডিক্সন বলেন, পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, নগর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ব্যবসার পরিবেশ উন্নয়ন করতে হবে।   একই সঙ্গে সরকারি সেবাও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছানো এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

যা দ্রুত বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে বলেও মনে করেন তিনি।

সম্প্রতি পাঁচদিনের ঢাকা সফরে আসেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন।

সফরকালে অর্থমন্ত্রীসহ সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের বিভিন্ন কর্তকর্তা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বছরের ১৫ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

এদিকে বৃহস্পতিবারও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা মেহরীন মাহবুব বাংলানিউজকে বলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের এটি সফল সফর। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের বেশ প্রশংসা করেন তিনি।
 
‘বাংলাদেশকে বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাসে উৎকৃষ্ট উদাহরণ হিসেবেও উল্লেখ করেছেন অ্যানেট ডিক্সন। তিনি বলেছেন-এটি গ্রহণ করে অন্যান্য দেশগুলোও কাজে লাগাতে পারে,’—বলেন মেহরীন মাহবুব।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।