ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্দোলনে বন্ধ হওয়া চুনজি গার্মেন্টের শ্রমিকেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
আন্দোলনে বন্ধ হওয়া চুনজি গার্মেন্টের শ্রমিকেরা ছবি: ফাইল ফটো

ঢাকা: ৪ মাসের বকেয়া বেতন ভাতাসহ ও বন্ধ চুনজি গার্মেন্ট কারখানা খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।

রোববার(১ মার্চ’২০১৫) বেলা ১১টায় তারা বাড্ডার কারখানার নিচে জড়ো হয়।

এসময় রাস্তায় যানজট সৃষ্টি হলে পুলিশ বাধা দিলে তারা প্রেসক্লাবের উদ্দেশে রওনা হয়।
 
এ সময় কারখানাটির একজন শ্রমিক বাংলানিউজকে জানান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের বেতন দেয়া হয়নি। কোনো নোটিশ ছাড়াই ডিসেম্বরের ৩০ তারিখে কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও আমরা চুপ করে ছিলাম। কিন্তু গত দুই মাসে আমরা কোথায় কাজ না পেয়ে রাস্তায নেমে এসেছি।

আমাদের ৪ মাসের বকেয়া বেতন যেমন পরিশোধ করতে হবে ঠিক তেমনি কারখানা খুলে দিতে হবে। আমরা কাজ করে বাঁচতে চাই।

এ বিষয়ের টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক তপন সাহা বাংলানিউজকে বলেন, কারখানা বন্ধ করে দেয়ার সময় থেকেই আমি চুনজি এর শ্রমিকদের সাথে ছিলাম। বিনা নোটিশে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এটা আইন সঙ্গত নয়। তারওপর ৪ মাসের বেতন বকেয়া আছে।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো বেতন পায়নি কারখানাটির শ্রমিকরা।

বাংলাদেশ সময়ঃ ১৩১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।