ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে আমদানি-রফতানির সময় বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বেনাপোল বন্দরে আমদানি-রফতানির সময় বৃদ্ধি

বেনাপোল(যশোর): দ্রুত পণ্য খালাসে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানির সময় বেড়েছে। বর্তমানে এ বন্দরে ২৪ ঘণ্টা পণ্য খালাসের ব্যবস্থাও করা হয়েছে।



বর্তমানে সকাল আটটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে। এর আগে সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য চলতো।

বন্দর ও কাস্টম সূত্রে জানা যায়, দেশের চলমান অবরোধ, হরতাল ও বন্দর এলাকায় শ্রমিক আন্দোলন, ধর্মঘটসহ বিভিন্ন ইস্যুতে আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহত হয়ে আসছিল। পণ্যবাহী ট্রাক আটকে থাকায় বন্দর এলাকায় ব্যাপক পণ্যজটও সৃষ্টি হচ্ছিল। এতে নিদিষ্ট সময়ে পণ্য পরিবহন করতে না পেরে ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হচ্ছিলেন। এসব সমস্যা নিরসনে বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস-বন্দরের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এরই প্রেক্ষিতে দ্রুত বাণিজ্য সম্প্রসারণে আমদানি-রফতানির সময় বাড়ানো হয়।

এছাড়া প্রয়োজনে ২৪ ঘণ্টা বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাসের ব্যবস্থাও করা হয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় এ নিয়মে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৪৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এর আগে টানা অবরোধের মধ্যে ভারত থেকে প্রতিদিন আমদানি হয়েছে ২শ’ থেকে ২৫০শ’ ট্রাক।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা (সুপার) কামরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।