ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের ভলিবল লিগের উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের ভলিবল লিগের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরু হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ-২০১৫’।

রোববার (০১ মার্চ) রাজধানীর ভলিবল স্টেডিয়ামে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ন্যাশনাল ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও এসভিপি মো. জাহাঙ্গীর বিন হামিদ ও এসএভিপি মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।