ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ম্যাজিক বান্ডেল প্যাক এনেছে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ম্যাজিক বান্ডেল প্যাক এনেছে রবি

ঢাকা: ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস’র সমন্বয়ে ম্যাজিক বান্ডেল প্যাক নামে প্যাকেজ এনেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে বা ইউএসএসডি কোড ডায়াল করে ম্যাজিক বান্ডল কোডটি অ্যাক্টিভ করতে পারবেন রবি গ্রাহকরা।

একই সঙ্গে ইন্টারনেট, ভয়েস ও এসএমএসের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এ প্যাকেজটি এনেছে রবি।  

২৭ টাকা রিচার্জ অথবা *৮৬৬৬*৭৬# ডায়াল করে রবি গ্রাহকরা তিন দিন মেয়াদী ৭৫ মোগাবাইট ইন্টারনেট, ২৯টি এমএসএস (রবি-রবি/অন্য অপারেটরে), ১৫ মিনিট রবি-রবি ও ১৪ মিনিট অন্য অপারেটরে কথা বলার সুযোগ পাবেন। অন্যদিকে ১১৪ টাকা রিচার্জ অথবা *৮৬৬৬*৭৮# ডায়াল করে ১৫ দিন মেয়াদী ১৯৯ মোগাবাইট ইন্টারনেট, ৯৯টি এমএসএস (রবি-রবি/অন্য অপারেটরে), ৫০ মিনিট রবি-রবি ও ৪৯ মিনিট অন্য অপারেটরে কথা বলার সুযোগ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া ৫১৬ টাকা রিচার্জ অথবা *৮৬৬৬*৭৯# ডায়াল করে রবি গ্রাহক ৩০ দিন মেয়াদী ১০২৪ মোগাবাইট ইন্টারনেট, ৩৯৯টি এমএসএস (রবি-রবি/অন্য অপারেটরে), ২০০ মিনিট রবি-রবি ও ১৯৯ মিনিট অন্য অপারেটরে কথা বলার সুযোগ পাবেন।

রবি গ্রাহক, যারা যথেষ্ট পরিমাণ ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য রয়েছে ম্যাজিক কম্বো অফার। তারা ৭৪৬ টাকা রিচার্জ অথবা *৮৬৬৬*৮০# ডায়াল করে ৩০ দিন মেয়াদী আনলিমিটেড ইন্টারনেট (৩ গিগাবাইটের পর ফেয়ার ইউজেস পলিসি প্রযোজ্য হবে এবং এফইউপি’র পর গ্রাহক ২৫৬ কেবিপিএস স্পিডের ১০ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন), ৬০০টি এমএসএস (রবি-রবি/অন্য অপারেটরে), ৩০০ মিনিট রবি-রবি ও ৩০০ মিনিট অন্য অপারেটরে কথা বলার সুযোগ পাবেন।

অন্যদিকে যারা সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীর দলে তাদের জন্য রয়েছে আলাদা ম্যাজিক কম্বো অফার। তারা ১১০০ টাকা রিচার্জ অথবা *৮৬৬৬*০০৯# ডায়াল করে ৩০ দিন মেয়াদী আনলিমিটেড ইন্টারনেট (৬ গিগাবাইটের পর প্রযোজ্য হবে এবং এফইউপি’র পর গ্রাহক ২৫৬ কেবিপিএস স্পিডের ১০ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন) ব্যবহারের সুযোগ পাবেন।

*৮৪৪৪*৮৮# ডায়াল করে গ্রাহকরা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। অন্যদিকে রবি-রবি ভয়েস ব্যালেন্স চেক করার জন্য *২২২*২# এবং অন্য অপারেটরের ভয়েস ব্যালেন্স চেক করার জন্য *২২২*৯# ডায়াল করতে হবে। আর এসএমএস ব্যালেন্সের জন্য ডায়াল করতে হবে *২২২*১২# কোডটিতে।

মোবাইল ফোন ব্যবহারের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে রবি’র ম্যাজিক কম্বো অফারটি যথেষ্ট গ্রহণযাগ্য হবে বলে আমাদের বিশ্বাস। মোবাইল ব্যবহারের বর্তমান ধারার ওপর ভিত্তি করেই অফারটি সাজানো হয়েছে। নির্দিষ্ট কম্বো প্যাক কেনার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একজন গ্রাহক বুঝতে পারবেন তার প্রয়োজন কতটুকু। এই প্যাকটি মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রণ গ্রাহকের হাতে তুলে দিয়ে তাদের সক্ষমতাকে বাড়িয়ে তুলছে বলে বিশ্বাস রবির।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।