ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাসেম চৌধুরী এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
হাসেম চৌধুরী এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ১ মার্চ-২০১৫ থেকে এই পদোন্নতি কার্যকর হয়েছে।



এর আগে তিনি এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার এবং কেমেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং জগতে প্রায় তিন দশকের অভিজ্ঞ হাসেম ১৯৮১ সালে জনতা ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু করেন এবং বহুবার 'বেস্ট পারফর্মিং অফিসার' পদক অর্জন করেছেন। তিনি ১৯৯৯ সালের ২১ এপ্রিল এমটিবির প্রতিষ্ঠাতা টিমের সদস্য হিসেবে যোগ দেন।

২০০৭ এবং ২০০৮- সালে 'বেস্ট ম্যানেজার অব এমটিবি' নির্বাচিত হন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।