ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমানতের সুদ হার কমেছে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
আমানতের সুদ হার কমেছে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংকের

ঢাকা: সরকারি মালিকানাধীন ৪ বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী আমানতের সুদ হার কমেছে। কস্ট অব ফান্ড কমিয়ে আনার জন্যই সুদহার কমানো হয়েছে বলে জানা গেছে।

নতুন সুদ হার এরইমধ্যে কার্যকর হয়েছে।

রুপালী, সোনালী ও অগ্রনী ব্যাংকে নতুন নির্ধারিত সুদ হার অনুযায়ী ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদের আমানতের সুদ হার ৭ দশমিক ৫০ শতাংশ করেছে রুপালী ব্যাংক।   যা আগে ছিল ৮ শতাংশ।

একইভাবে ৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম মেয়াদী আমানতের নতুন নির্ধারিত সুদ হার ৮ শতাংশ, যা আগে ছিলো ৮ দশমিক ৫০ শতাংশ।

আর এক বছর বা তার বেশি মেয়াদী আমানতে নতুন করে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ হার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ৯ শতাংশ।

অগ্রণী, সোনালী ও রুপালী ব্যাংক একই হারে সুদ হার নির্ধারণ করেছে।

অন্যদিকে জনতা ব্যাংক ৩ মাসের বেশি ৬ মাসের কম মেয়াদী আমানতের সুদ হারে পরিবর্তন করেনি। ৬মাসের বেশি এক বছরের কম মেয়াদী আমানতের সুদ দশমিক ২৫ শতাংশ সুদ হার কমিয়ে ৮ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে।

এক বছরের বেশি মেয়াদী আমানতের সুদ ৯ শতাংশ থেকে কমানো হয়েছে দশমিক ৫০শতাংশ।

দেশে থাকা ৫৬টি ব্যাংকের বর্তমানে ৯ হাজারের বেশি শাখা রয়েছে। এরমধ্যে এই ৪টি ব্যাংকের শাখা ৩ হাজারেরও বেশি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।