ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সর্ববৃহৎ শিল্প গ্রাহকের সম্মাননা পেল ‘প্রাণ এগ্রো’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সর্ববৃহৎ শিল্প গ্রাহকের সম্মাননা পেল ‘প্রাণ এগ্রো’

ঢাকা: ২০১৪ সালে সর্বোচ্চ বিদ্যুৎ বিল প্রদানের জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক ‘সর্ববৃহৎ শিল্প গ্রাহক’-এর সম্মাননা পেল প্রাণ এগ্রো লিমিটেড। এ নিয়ে টানা পাঁচবারের মতো ‘সর্ববৃহৎ শিল্প গ্রাহক’এর সম্মাননা অর্জন করল প্রাণ এগ্রো লিমিটেড।



সম্প্রতি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভায় প্রাণ এগ্রো লিমিটেড ফ্যাক্টরির এজিএম সারোয়ার হোসেন এর হাতে সর্ববৃহৎ শিল্প গ্রাহকের সম্মাননা পদক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।  

নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইকবাল হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।