ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকগুলো শিল্প খাতে মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
ব্যাংকগুলো শিল্প খাতে মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিল্প ও ব্যবসা খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে মাত্রারিতিক্ত সুদ আদায় করছে দেশের ব্যাংকগুলো। ফলে প্রকৃত সুদের হার কর্পোরেটের ক্ষেত্রে ১৭ থেকে ১৮ শতাংশ ও এসএমই’র ক্ষেত্রে ২৫ থেকে ৩০ শতাংশে দাঁড়াচ্ছে।



সোমবার (০২ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদ পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ মন্ত্রীর কাছে এসব অভিযোগ তুলে ধরেন।

হোসেন খালেদ বলেন, এ দুটি খাতে সুদের হার কমাতে হবে। ঋণ দেওয়ার পদ্ধতি সহজ করে সুদহার সিঙ্গেল ডিজিটে সুনির্দিষ্ট করতে হবে।
 
তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের এসএমই খাত কর্মসংস্থান তৈরিতে ৩৫ দশমিক ৫ ভাগ ভূমিকা রাখে। কিন্তু দিন দিন বিনিয়োগ কমে যাওয়ায় এ খাত ধ্বংসের মুখে পড়েছে।

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
 
হোসেন খালেদ আরও বলেন, বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সরাসরি দেশি-বিদেশি বিনিয়োগ কমে এসেছে। অচিরেই বিনিয়োগের সার্বিক অবস্থার পরিবর্তন না ঘটলে অর্থনীতির প্রবৃদ্ধির ধারা বাধাগ্রস্ত হবে। আট ভাগ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০১৫ সালের মোট জিডিপির ৩২ ভাগ বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সরকারকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

অন্যদিকে কৃষি উৎপাদন প্রতি বছর চার থেকে সাড়ে চার ভাগ হারে বাড়ানোর দাবি জানানো হয়।
 
ডিজিসিআই নব নির্বাচিত পর্ষদ ঢাকা-চট্রগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান।

এসময় আহম মুস্তফা কামাল বলেন, আপনাদের সঙ্গে আমি আছি। আপনাদের সব সমস্যার সমাধান করা হবে। আপনাদের সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। আপনারা বড় বড় প্রকল্প নিয়ে আসেন, আমরা অনুমোদন দিয়ে দেব। যাতে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব শফিকুল আজম, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, সহ সভাপতি সোয়েব চৌধুরী প্রমুখ।

** ‘২০২৫ সালে দেশে বেকার থাকবে না’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।