ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশ প্রতীকী

ঢাকা: চলতি অর্থ বছরের প্রথম আট মাসে রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯২০ কোটি ৬৫ লাখ ডলার।



অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৯৯০ কোটি ৯০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হিসাবে দেখা যায়, গত আট মাসের মধ্যে প্রথম মাস জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। এর পরিমাণ ১৪৯ কোটি ২৪ লাখ ডলার।

এরমধ্যে সবচেয়ে কম এসেছে অক্টোবর মাসে। এর পরিমাণ ১০১ কোটি ৮০ লাখ ডলার।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৩৭ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।

আর বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৫৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে ৭৭ কোটি ৩১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৪৬ লাখ ডলার দেশে আসে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।