ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গর্ভনরের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান নির্বাহীদের বৈঠক মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
গর্ভনরের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান নির্বাহীদের বৈঠক মঙ্গলবার ড. আতিউর রহমান

ঢাকা: দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।



ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ কথা জানান।

তিনি জানান, বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন পর্যাপ্ততা, স্ট্রেস টেস্টিং, তহবিল ব্যয়, পরিশোধিত মূলধন, ২০১৫ সালের লক্ষ্যমাত্রা, বন্ড ও সিকিউরিটি মার্কেটে কার্যক্রম, পরিচালকদের অনিয়ম, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম, অতিরিক্ত ফি আদায় নিয়ে আলোচনা হবে।

এছাড়া, দেশের আর্থিক অর্ন্তভুক্তিতে প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।