ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আবদুর রউফ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আবদুর রউফ মো. আবদুর রউফ

ঢাকা: মো. আবদুর রউফ ২৫ ফেব্রুয়ারি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি আইসিবিতে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।

এছাড়া তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

চাকরিজীবনে তিনি কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগ ও শাখার দায়িত্ব পালন করেছেন। আবদুর রউফ ব্যবস্থাপনায় মাস্টার্স। তিনি ডিএআইবিবির একজন আজীবন সদস্য। ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।